Bangla
2 days ago

দুর্নীতির অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী রাঙ্গাসহ চারজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

Published :

Updated :

দুর্নীতির অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, তার ছেলে রাফাত রহমান জিতু, মেয়ে মালিহা তাসনিম জুঁই এবং পুত্রবধূ শাকিলা খানম কাকনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম আদালতে আবেদনে জানান, মশিউর রহমান রাঙ্গা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদ অর্জন, মানি লন্ডারিংসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধান চলছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রাঙ্গা ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে এবং তারা এসব সম্পদ হস্তান্তর করে দেশত্যাগের চেষ্টা করছেন।

এ অবস্থায় তাদের বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা চলমান অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টি করতে পারে। এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আদালতের কাছে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।

আদালত সব দিক বিবেচনায় নিয়ে চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

Share this news