Published :
Updated :
রাজধানীতে কয়েকদিনের টানা বৃষ্টিতে বায়ুদূষণ কিছুটা কমলেও শুক্রবার (১৮ জুলাই) ঢাকার বাতাসের মান এখনও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
সকাল ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানায়, ঢাকার একিউআই স্কোর ছিল ১২৩, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ।
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল সপ্তম। তালিকার শীর্ষে ছিল কঙ্গোর রাজধানী কিনশাসা (একিউআই ১৭৪)। এরপর রয়েছে জাকার্তা (১৬৭), লাহোর (১৫৯), মানামা (১৫৫), কাম্পালা (১২৪) এবং সাওপালো (১২৩)।
বায়ুমান সূচক অনুযায়ী, ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
সরকারি উদ্যোগ ও স্বতঃস্ফূর্ত বৃষ্টিপাত সত্ত্বেও ঢাকার দূষণ এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।