Published :
Updated :
ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরি ছাত্র আন্দোলন সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে এ কর্মসূচি শুরু হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ জানান, ছয় দফা বাস্তবায়নে রূপরেখা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ছয় দফা না মানলে মৃত্যু পর্যন্ত লড়াই চলবে।’