Bangla
a month ago

ঈদুল আজহায় দেশে ৯১ লাখ পশু কোরবানি

Published :

Updated :

এবারের ঈদুল আজহায় সারা দেশে প্রায় ৯১ লাখ পশু কোরবানি করা হয়েছে, যার মধ্যে গরু ও ছাগলের সংখ্যা সবচেয়ে বেশি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১০ জুন) এ তথ্য জানানো হয়েছে। 

প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দেশে মোট ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি হয়েছে, যার মধ্যে গরু ও মহিষ ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি এবং ছাগল ও ভেড়া ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি। অন্যান্য পশু ৯৬০টি কোরবানি হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, স্ট্র্যাটিফায়েড র‍্যান্ডম স্যাম্পলিং পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে এই হিসাব তৈরি করা হয়েছে। প্রতিটি উপজেলার তিনটি গ্রামের (ছোট, মাঝারি ও বড়) অন্তত এক শতাংশ নমুনা নেওয়া হয়েছে।

তবে ৩৩ লাখ ১০ হাজার ৬০৩টি পশু অবিক্রীত ছিল, যা অধিক উৎপাদনের কারণে স্বাভাবিক বলে অধিদপ্তর উল্লেখ করেছে। এসব অবিক্রীত পশু ভবিষ্যতে বিভিন্ন আচার-অনুষ্ঠানে ব্যবহার হবে।

Share this news