Bangla
4 hours ago

এলজিইডির উন্নয়নমূলক কার্যক্রম ও অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য রাখছেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া
সভায় বক্তব্য রাখছেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া

Published :

Updated :

এলজিইডির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা বুধবার (৫ ফেব্রুয়ারী) ২০২৫ এলজিইডি সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। 

পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া। তিনি বলেন, কাজের গুণগত মানবজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত কাজ বাস্তবায়ন করতে হবে। কাজের অগ্রগতি বাড়াতে হবে। ঠিকাদার কাজ না করলে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে হবে, খবর প্রেসবিজ্ঞপ্তি। 

সভায় আরো বক্তব্য রাখেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মুজাক্কাজাহের, কে. এম. জুলফিকার আলী, মোঃ এনামুল হক। 

স্বাগত বক্তব্য রাখেন এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, আবু সালেহ মোঃ হানিফ। পর্যালোচনা সভায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। 

এছাড়াও সারাদেশের এলজিইডির বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে জুম প্লাটফর্মে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলীগণ সংযুক্ত ছিলেন।  

Share this news