Bangla
2 days ago

এনসিপির সমাবেশ শুরু, যোগ দিলেন নাহিদ

Published :

Updated :

‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

রোববার (৩ আগস্ট) বিকেল ৫টায় সমাবেশস্থলে উপস্থিত হন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তার আগমনে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।

এর আগে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে যোগ দেন। দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন, এতে ধীরে ধীরে জমে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ।

সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখবেন বলে জানিয়েছে এনসিপি।

Share this news