Bangla
25 days ago

এপ্রিলে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

Published :

Updated :

আসন্ন এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। গত মাসের নির্ধারিত দামই থাকছে এপ্রিলে। এ নিয়ে টানা তিন মাস অপরবর্তীত রাখা হচ্ছে জ্বালানি তেলের দাম।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তেলের দাম অপরিবর্তিত রাখার কথা জানানো হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের এপ্রিল মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণ হবে। এজন্য বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা ও পেট্রোল ১২২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। ১ এপ্রিল ২০২৫ থেকে এ মূল্য কার্যকর হবে।

প্রসঙ্গত, এর আগে গত ফেব্রুয়ারি মাসে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম আগের মাসের (জানুয়ারি) তুলনায় লিটারে এক টাকা বেড়েছিল। এরপর মার্চ মাসে দাম অপরিবর্তীত রাখা হয়। 

Share this news