Bangla
9 hours ago

এটিএম আজহারের আপিল শুনানি আজ

Published :

Updated :

মুক্তিযুদ্ধকালীন গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানি আজ।

মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি নির্ধারিত রয়েছে।

এর আগে, এটিএম আজহারুল ইসলামের পক্ষে করা সময় চেয়ে আবেদনের প্রেক্ষিতে সোমবার (২১ এপ্রিল) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন।

আবেদনটি আদালতে উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলামকে আপিল করার অনুমতি দিয়েছিল। 

Share this news