Published :
Updated :
মাত্র ৯ ফুট প্রশস্ত (২.৮ মিটার) পাঁচতলা বিশিষ্ট একটি ভবন। দূর থেকে দেখে বোঝার উপায় নেই এটি শুধুই একটি দেয়াল নাকি ভবন? কিন্তু এই অদ্ভুত ভবনটিই বর্তমানে বিশ্ববাসীর কাছে পরিচিতি পেয়েছে পৃথিবীর সবচেয়ে সরু হোটেল হিসাবে। ইন্দোনেশিয়ার মধ্য জাভার সালতিগা শহরে অবস্থিত হোটেলটির নাম পিতুরুমস।
জাভার ভাষায় পিতু শব্দের অর্থ ‘সাত’। অন্যদিকে হোটেলটিতে মোট কক্ষের সংখ্যাও সাত। এ কারণে এর নাম রাখা হয়েছে পিতুরুমস। হোটেলের প্রতিটি রুমেই একটি ডাবল বেড বসানোর ব্যবস্থা রাখা হয়েছে।এছাড়াও এর প্রতিটি রুমেই পর্যটকদের জন্য গোসলখানা ও টয়লেট রয়েছে। হোটেলের পুরোটা জুড়েই বিভিন্ন স্থানীয় চিত্রকলা ও প্রতিটি রুম আলাদাভাবে সাজানোয় দর্শনার্থীদের কাছে এটি ভালো সাড়া পায়।
হোটেলটির পরিকল্পনাকারী, নির্মাতা ও নকশাকারী সবই একজন, অ্যারি ইন্দ্র। স্থাপত্যবিদ্যার ছাত্র অ্যরি পেশাগত কারণে ইন্দোনেশিয়ার জাকার্তা ও সিঙ্গাপুরে কয়েক বছর থাকেন। সেখান থেকে ফিরে এসে সে তার নিজ শহরে এমন কিছু গড়ে তোলার স্বপ্ন দেখেন যা বিশ্ববাসীকে ইন্দোনেশিয়া ও তার শহর সালতিগাকে আলাদাভাবে চেনাবে এবং তাদেরকে আকৃষ্ট করবে এখানে আসতে।
পিতুরুমসই হলো তার এই স্বপ্নের প্রজেক্টের প্রথম ধাপ। তিনি জানেন বর্তমানে পর্যটকদের কাছে কিছু বিষয় চিত্তাকর্ষক,, যেমন - সবচেয়ে বড়,উঁচু ,লম্বা, ইত্যাদি। এ ভাবনা থেকেই নির্মাণ করেন ব্যতিক্রমধর্মী হোটেলটি। আর জায়গা হিসাবে বেছে নেন এমন এক স্থানকে যা কিম্ভুত আকৃতির জন্য সবার অনাগ্রহের তালিকায় ছিল।
হোটেলটি ২০২২ সালের ডিসেম্বর মাসে চালু করা হয়। এখন পর্যন্ত শতকরা পাঁচ ভাগ বিদেশি পর্যটক এখানে এসেছে। ঔপনিবেশিক শাসনামলে ডাচদের ছুটি কাটানোর স্থান হিসাবে পরিচিত সালতিগা শহরে আবারও বিশ্ববাসীর ঢল লাগবে, এমন প্রত্যাশা করেন অ্যারি ইন্দ্র। আর সে লক্ষ্যেই এর নির্মাণশৈলী এমনভাবে করা হয়েছে যাতে সীমিত জায়গার মধ্যেও পর্যটনকারীরা পর্যাপ্ত স্বাচ্ছন্দ্য অনুভব করে।
সালতিগা শহরটি মাউন্ট মেরবাবুর পাদদেশে অবস্থিত। পর্যটকরা হোটেলের রুমে বসেই পর্বতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও হোটেলের ছাদে রয়েছে রেস্তরার ব্যবস্থা। সেখানে ইন্দোনেশিয়ান বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়।
ভ্রমণ ও পর্যটনপ্রেমিক যেকোনো মানুষের জন্য ইন্দোনেশিয়ান হোটেল পিতরুম হতে পারে একটি আদর্শ জায়গা।
Aurnobprashad456@gmail.com