Published :
Updated :
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে।
শনিবার (১০ মে) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ১,০৫০ টাকা কমানো হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট মানের সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৭০,৭৬১ টাকা, যা এর আগে ছিল ১,৭১,৮১১ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম রোববার (১১ মে) থেকে কার্যকর হবে।
এর আগেও ৮ মে স্বর্ণের দাম এক দফা কমানো হয়েছিল, যা ৯ মে থেকে কার্যকর করা হয়।