Bangla
2 days ago

'ফিল্ড মার্শাল' হিসেবে পদোন্নতি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির

ছবি: রয়টার্স।
ছবি: রয়টার্স।

Published :

Updated :

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল অসিম মুনিরকে ফিল্ড মার্শালের পদে উন্নীত করা হচ্ছে। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে। প্রায় ৬০ বছর পর এই প্রথমবারের মতো কোনো জেনারেলকে এই পদে উন্নীত করা হলো।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই পদোন্নতি অনুমোদিত হয়। এটি এমন এক সময় এলো যখন পাকিস্তান ও ভারতের মধ্যে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘর্ষের ঘটনা ঘটে গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে শরিফ বলেন, "জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং শত্রুকে দৃঢ়ভাবে পরাজিত করার ক্ষেত্রে কৌশলগত প্রজ্ঞা ও সাহসী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি দেওয়া হয়েছে।"

একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ফিল্ড মার্শাল হচ্ছে একটি আনুষ্ঠানিক পাঁচ তারকা পদ, যা সাধারণত অসাধারণ নেতৃত্ব ও যুদ্ধকালীন কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়।

তিনি আরও বলেন, জেনারেল আইয়ুব খান ১৯৬৫ সালে নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণার পর এই প্রথম কেউ এ পদে উন্নীত হলেন।

নতুন এই আনুষ্ঠানিক পদোন্নতির পরও অসিম মুনির সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানিয়েছে, পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকীর চাকরির মেয়াদ শেষ হওয়ার পর তার মেয়াদ বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিবৃতিতে বলা হয়নি ঠিক কতদিন মেয়াদ বাড়ানো হবে, কিংবা অসিম মুনিরের ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়ার ফলে তার অবসরের কোনো নির্দিষ্ট সময় থাকবে কি না।

উল্লেখ্য, অসিম মুনির ২০২২ সালের নভেম্বরে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২০২৩ সালের নভেম্বরে একটি সংসদীয় আইনি সংশোধনের মাধ্যমে সেনাবাহিনী প্রধান হিসেবে অসিম মুনিরের মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়।

সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে অসিম মুনির বলেন, "এটি কোনো ব্যক্তির নয়, বরং পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং গোটা জাতির জন্য একটি সম্মান।"

Share this news