Bangla
6 days ago

ফরেন সার্ভিস একাডেমিতে ফায়ার অ্যালার্ম সচল, তদন্ত কমিটি গঠন

Published :

Updated :

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলাকালে হঠাৎ ফায়ার অ্যালার্ম সক্রিয় হয়ে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ১২টা ২০ মিনিটে আকস্মিকভাবে অ্যালার্ম বাজলে কর্মচারীরা তাৎক্ষণিকভাবে উৎসস্থল খুঁজে দেখেন। কোথাও আগুন বা ধোঁয়ার অস্তিত্ব মেলেনি।

সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ফরেন সার্ভিস একাডেমির পরিচালককে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়, যেখানে ফায়ার সার্ভিস ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিরাও থাকবেন।

Share this news