Bangla
3 days ago

ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

Published :

Updated :

ফরিদপুর-বরিশাল মহাসড়কটি চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধনসহ স্মারকলিপি প্রদান করেছে ফরিদপুরবাসী।
রোববার দুপুরে ঘণ্টাব্যাপী ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর-বরিশাল ৪ লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্যে রাখেন, ফরিদপুর নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবরার নাদিম ইতু, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, এনসিপির জেলা কমিটির সভাপতি কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, ড্যাবের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, প্রফেসর আব্দুস সামাদ, বিশিষ্ট সাংবাদিক মফিজ ইমাম মিলন, বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুর বাস মালিক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান সিদ্দিকী প্রমুখ।

পরে মহাসড়কের চার লেন কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান ওয়ালিদ কাজ শুরুর আল্টিমেটাম দেন। আগামী ২৩ জুলাই এর ভেতর কাজ শুরু না হলে তারা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানাবেন।

এ মানববন্ধনে জেলার ২০টির অধিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।

পরে ফরিদপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। 

ehsanrana209@gmail.com 

Share this news