Published :
Updated :
শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়া এবং কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কাফনের কাপড় মাথায় বেঁধে শিক্ষার্থীরা গণমিছিল করেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) জুম্মার নামাজের পর প্রতিষ্ঠানের অডিটোরিয়াম রুমের সামনে জড়ো হয়ে তারা এ প্রতিবাদ কর্মসূচি পালন করে।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠককে "অকার্যকর" আখ্যা দিয়ে তাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। এছাড়া, কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। শ্লোগানে মুখরিত পরিবেশে তারা প্রতিষ্ঠানের প্রধান ফটক পর্যন্ত মিছিল করেন এবং পরে তা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
এসময় মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী বুলবুল আহমেদ মাহিম বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানালেও কর্তৃপক্ষের উদাসীনতায় আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। শিক্ষার পরিবেশ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। কুমিল্লায় আমাদের সহপাঠীদের ওপর হামলা রাষ্ট্রেরই ব্যর্থতা।"
কম্পিউটার ডিপার্টমেন্টের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী নাফিজুল রোহান বলেন, "আমরা কাফন পরেছি এই বার্তা দিতে যে, যদি আমাদের ন্যায্য দাবি না মানা হয়, তবে আমরা মৃত্যু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। সরকারকে অবিলম্বে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।"
অন্যান্য শিক্ষার্থীরাও তাদের বক্তব্যে শিক্ষা ব্যবস্থার সংস্কার, নিরাপদ ক্যাম্পাস এবং সহিংসতা বন্ধের দাবি জানান। মিছিল শেষে তারা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাস ত্যাগ করে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, "জুম্মার নামাজের আগে থেকেই আমরা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান করছিলাম, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। শিক্ষার্থীরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছে এবং কোনো ধরনের উত্তেজনাকর ঘটনা ঘটেনি। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সর্বদা সচেতন ও সক্রিয় রয়েছি।"