Bangla
a day ago

ফরিদপুরে বজ্রপাতে তুলার গোডাউন পুড়ে ছাই

Published :

Updated :

ফরিদপুরে বজ্রপাতে আগুন লেগে একটি তুলার গোডাউন পুড়ে ভষ্মিভূত হওয়ার খবর পাওয়া গেছে। 

শনিবার (১৭ মে) দিবাগত রাত ১০ টার দিকে জেলা সদরের কানাইপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে রাতে  ঝড়বৃষ্টির সাথে বজ্রপাত পড়ে ওই এলাকায়। 

এ সময় বাজারের আমির হোসেনের তুলার গোডাউনের পাশের খেজুর গাছে উপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। ওই গাছের অংশ বিশেষ গোডাউনের উপর পড়লে আগুন ছড়িয়ে পড়ে তুলার গোডাউনটি পুড়ে ছাই হয়ে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই গোডাউনে থাকা তুলার বেশিরভাগ অংশ পুড়ে যায়।

এ ব্যাপারে কানাইপুর বাজারের ব্যাবসায়ী দিপংকর ঘোষ জানান, ঝড়বৃষ্টির সাথে বজ্রপাত হয়। তুলার গোডাউনের পাশের একটি খেজুর গাছের উপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। ওই গাছেরই অংশ বিশেষ গোডাউনের চালের উপর পড়লে গোডাউনে আগুন ধরে যায়। 

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছি। এখানে  বজ্রপাতে আগুনের সূত্রপাত হয়।

Share this news