Bangla
2 days ago

ফরিদপুরে ড্যাব এর উদ্যোগে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ

Published :

Updated :

ফরিদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি গুপ্ত সংগঠন কর্তৃক মিথ্যা অপপ্রচার ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদস্বরূপ চিকিৎসকদের এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর ড্যাবের সভাপতি প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ডা. রফিকুল ইসলাম, ডা. মিজানুর রহমান, ডা. নুরুল ইসলাম রানা, ডা. আল-আমিন সারোয়ার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক মিডিয়ায় মনগড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।

বক্তারা আরও জানান, জিয়া পরিবারের বিরুদ্ধে কিছু সংখ্যক কুচক্রী মহল সামাজিক প্রচারমাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমরা সবাই মিলে এই চক্রান্তকারীদের প্রতিহত করব। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তারা এসব কাজে জড়িত সকল ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

ehsanrana209@gmail.com 

Share this news