Bangla
4 days ago

ফরিদপুরে এমট্যাবের আঞ্চলিক কমিটির অনুমোদন 

Published :

Updated :

মো: আকতার হোসেনকে সভাপতি ও আব্দুল হাফিজকে সাধারণ সম্পাদক করে বিএনপি সমর্থিত পেশাজিবী সংগঠন মেডিক্যাল টেকনোলজিষ্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ‘’এমট্যাব’’ এর ১৩ সদস্যবিশিষ্ট ফরিদপুর আঞ্চলিক শাখার আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর জেলার মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়ে এ আংশিক কমিটি গঠন করা হয়। 

এমট্যাবের কেন্দ্রীয় সংসদের সভাপতি  একেএম মুসা লিটন ও মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

কমিটিতে অন্যান্য পদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি- মো: নুরুল আলম রাসেল, সহ-সভাপতি- মোহাম্মদ আলী, মো: ইমরান আলী, বুলবুল হুসাইন (রাজবাড়ী), উত্তম কুমার মজুমদার (মাদারীপুর), সঞ্জিত বালা (গোপালগঞ্জ), মো: ওমর আলী মনির, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসাইন রামিম, মো: মাহবুব হোসেন (শরীয়তপুর), সাংগঠনিক সম্পাদক- ইমাম হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো: নাহিদুল ইসলাম।

Share this news