Bangla
10 days ago

ফরিদপুরে ফ্রি চক্ষু ক্যাম্পে দুই শতাধিক মানুষকে সেবা

Published :

Updated :

ফরিদপুরে লায়ন্স চক্ষু হাসপাতাল ও লায়ন্স ক্লাব অব ফরিদপুরের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরের লায়ন্স চক্ষু হাসপাতালে চক্ষু ফ্রি ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারিয়ান ইউসুফ প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্য জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেন, তারেক রহমানের ৩১ দফার নিশ্চিতকরণের লক্ষ্য তুলে ধরে বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের সেবামূলক অবদানের প্রশংসা করেন। তারা তার সেবামূলক কাজের গতিকে আরও বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করেন। 

ফ্রি চক্ষু ক্যাম্পে ফরিদপুরের বিশিষ্ট চক্ষু চিকিৎসকরা দুই শতাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। 

Share this news