ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ

Published :
Updated :

ফরিদপুরে জুলাই গনঅভ্যুত্থানে আহত "সি" ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের হাতে আর্থিক অনুদানের ১০৩ টি চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আহত যোদ্ধাদের হাতে চেক তুলে দেয়া হয়।
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে পাওয়া চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে উক্ত চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ্ মোহাম্মাদ বদরুদ্দোজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানাসহ জুলাই গণঅভ্যুত্থানে আহত অন্যান্য শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা গনঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।
বক্তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তারা স্বৈরাচার পতনে জুলাই গনঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আর্থিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই তারা। এছাড়াও আগামীর বাংলাদেশ গড়তে তারা সব সময় সরকারের পাশে থাকবে
অনুষ্ঠান শেষে জুলাই গনঅভ্যুত্থানে আহত "সি" ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের প্রত্যেককে এক লক্ষ টাকা আর্থিক অনুদানের ১০৩ টি চেক বিতরণ করা হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.