Bangla
2 days ago

ফরিদপুরে কামাল ইউসুফ স্মৃতি সংসদ ও লায়ন্স ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প

ফাইল ছবি।
ফাইল ছবি।

Published :

Updated :

ফরিদপুরে কামাল ইউসুফ স্মৃতি সংসদ ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ দিনব্যাপী  ক্যাম্পটির উদ্বোধন করেন। 

অধ্যাপক এ বি এম সাত্তারের সভাপতিত্বে ফারিয়ান ইউসুফ, ডা. মোস্তাফিজুর রহমান শামীম, কবিরুল ইসলাম সিদ্দিকী,  প্রমুখ বক্তব্য রাখেন।

পাঁচজন বিশিষ্ট চক্ষু চিকিৎসক প্রায় ৫০০ দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

বক্তারা  তারেক রহমানের ৩১ দফার নিশ্চিতকরণের লক্ষ্য তুলে ধরে কামাল ইউসুফের সেবামূলক কর্মকান্ড ও অবদানের স্মরণ এবং প্রশংসা করেন।

ehsanrana209@gmail.com

Share this news