Bangla
2 days ago

ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে পাঁচজন আটক, তিনজনের কারাদণ্ড ও জরিমানা

Published :

Updated :

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এবং জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পাঁচজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বাকি তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর-এর পরিদর্শক মো. তমিজ উদ্দিন মৃধা জানান, বিকেলে ফরিদপুর নদীবন্দর এলাকার আলম শেখের বসতবাড়ির পাশে তিনটি মোবাইল কোর্টের সমন্বয়ে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবন ও রাখার অভিযোগে তিনজনকে আটক করা হয় এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম মণ্ডল ও মোসা. জান্নাতুল সুলতানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সুজন ফকির নামের এক আসামির কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। গাঁজা সেবনের সময় তার কাছ থেকে নগদ ২১,৫০০ টাকা জব্দ করা হয়, যা পরে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

এ ছাড়া গাঁজা সেবনের দায়ে তানভির আহমেদকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং মতি শেখকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭.৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী মিলনী ও আশা শেখকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

ehsanrana209@gmail.com 

Share this news