Bangla
4 days ago

ফরিদপুরে মানসিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

Published :

Updated :

ফরিদপুরে  ১০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক শিশু ধর্ষণের শিকার হযেছে। এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় মামলা করা হয়েছে। পুলিশ এ ধর্ষণ ঘটনার সাথে জড়িত এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। 

গতকাল রোববার বিকেলে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের তছিমোল্লা ডাঙ্গী গ্রামের একটি বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুর মামা বাদী হয়ে  সোমবার ( ৩০ শে জুন) ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নিযাতন দমন আইনে একটি মামলা করেছেন।

এই মামলায় ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের ডাঙ্গী গ্রামের বাসিন্দা ওমর আলী (৪৮) ও ফরিদপুর শহরের আলীপুর প্রামাণিক পাড়া মহল্লার বাসিন্দা মো.  জুয়েলকে (২৪) আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, টাকার লোভ দেখিয়ে রোববার দুপুরে মানসিক ভারসাম্যহীন ১০ বছরের ওই শিশুকে ধর্ষণ করা হয়। এ সময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে ওমর আলী ও জুয়েলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে তাদের থানায় নিয়ে যান।

সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, প্রাথমিক তদন্তে জানা যায় ওই শিশুটিকে ওমর আলী ধর্ষণ করেছিল। তাকে সহায়তা করেছিল মো. জুয়েল। এ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি ধর্ষণের শিকার শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)তে পাঠানো হয়েছে।

ehsanrana209@gmail.com

Share this news