Published :
Updated :
ফরিদপুরের আলফাডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শহীদ খান (৫৮) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জয়দেবপুর-ফলিয়া বাইপাস সড়কের বারাংকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদ খান জয়দেবপুর গ্রামের মৃত হায়দার খানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শহীদ খান বারাংকুলা বাজার থেকে বাজার করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বারাংকুলা ইকন মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও মোটরসাইকেল দুটি উদ্ধার করে। দুর্ঘটনার পর অপর মোটরসাইকেল চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি হারুন-উর-রশিদ জানান, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।