Bangla
8 days ago

ফরিদপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

ফাইল ছবি।
ফাইল ছবি।

Published :

Updated :

স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণের দাবিসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের সিভিল সার্জন অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়। 

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ফরিদপুর স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সোলায়মান, সদর উপজেলা সভাপতি মোল্লা হেদায়েত হোসেন, কোষাধক্ষ্য আবু বক্কর সিদ্দিকী, সদস্য আকরামুন নেসা লিপি প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, "আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে টিকাদান সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা দিয়ে থাকি মানুষের। স্বাস্থ্য সেবা নিয়ে মাঠ পর্যায়ের সর্বোচ্চ কাজ করে থাকি আমরাই। আমাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানায়, আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনপূর্বক স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেড উন্নতি করন সহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গেট প্রদানের।"  

এদিকে দাবি বাস্তবায়ন না হলে আগামী ১২ জুলাই ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। 

ehsanrana209@gmail.com

Share this news