Bangla
8 months ago

ফরিদপুরের বোয়ালমারীতে কয়লার কারখানায় যৌথ বাহিনীর অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

Published :

Updated :

ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধ কয়লার কারখানায় বোয়ালমারী সেনা ক্যাম্প, থানা পুলিশ এবং ফরিদপুর জেলা বন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার তত্ত্বাবধানে দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা মির্জা মিলনকে (৪৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।

মঙ্গলবার (১৩ মে) এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলার সহস্রাইল দেউলি এলাকায় ‘মিধা ট্রেডার্স’ নামে একটি কয়লার কারখানা নির্মাণ করে গাছ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছিল। ওই কারখানার দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা ও সহস্রাইল এলাকার বাসিন্দা মির্জা মিলন। যৌথ বাহিনীর অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী এবং ফরিদপুর বন ও পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. জাহিদ হাসান। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামী ৭ দিনের মধ্যে কারখানাটি অপসারণের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। অপসারণ না করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, কয়লার কারখানার তত্ত্বাবধায়কে থাকা মির্জা মিলনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কারখানাটি আগামী ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। 

ehsanrana209@gmail.com 

Share this news