Bangla
4 days ago

ফরিদপুরের নগরকান্দায় কেন্দ্রীয় মহিলা লীগ নেত্রী আঞ্জুুুমান আরা আটক

Published :

Updated :

ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে আঞ্জুমান আরা বেগম (৫৫) নামে কেন্দ্রীয় আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। গতকাল সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা পৌরসভার সরকারি কলেজ রোড সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম।

আঞ্জুমান আরা বেগম কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও ফরিদপুর জেলা মহিলা লীগের সহ-সভাপতি। তিনি নগরকান্দা উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। আঞ্জুমান আরা নগরকান্দার ছাগলদিয়া গ্রামের মৃত আব্দুস সামাম মাতুব্বরের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম জানান, ঢাকার ডিএমপির ডিবির একটি টিম মহিলা লীগের কেন্দ্রীয় ওই নেত্রী আঞ্জুমান আরাকে আটক করেছে। আমরা ঢাকার ডিএমপির ডিবির কাজে শুধু সহযোগিতা করেছি। তাঁকে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে কিংবা তার বিরুদ্ধে নতুন করে কোনো মামলা হবে কিনা, সেটা ডিএমপির ডিবি বলতে পারবে।

ehsanrana209@gmail.com 

Share this news