Bangla
11 hours ago

ফরিদপুরের ভাঙ্গায় বাস চাপায় যুবক নিহত, আহত ১

Published :

Updated :

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত পরিবহনের চাপায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরেক যুবক।

রোববার (০২ মার্চ) রাত ৮টার দিকে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের আউড়ামাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আদুদ ফকির মাদারিপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার বাসিন্দা। আহত অপর যুবক রিয়াজুল ফকির একই গ্রামের বাবুল ফকিরের ছেলে। তাকে গুরুত্বর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানায়, ভাঙ্গা থেকে টেকেরহাট পর্যন্ত সড়ক মেরামত ও প্রশস্তের কাজ চলমান রয়েছে। এতে করে মহাসড়কের উপর বড় বড় গর্ত রয়েছে। যে কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কের কাজ দ্রুত মেরামতের দাবী এলাকাবাসীর।

ভাঙ্গা হাইওয়ে থানার এস আই মো: মামুন জানান, মাদারীপুরের রাজৈর থেকে মোটরসাইকেলযোগে ভাঙ্গায় আসছিলেন দুই যুবক। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলটি ভাঙ্গা উপজেলার আউড়ামাঠ এলাকায় পৌঁছালে সড়কের গর্তে পড়ে রাস্তার উপর ছিটকে পড়ে মোটরসাইকেলে থাকা দুই যুবক। 

তিনি আরও জানান, এসময় পিছন থেকে অজ্ঞাতনামা একটি যাত্রীবাহি পরিবহন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই এক যুবক মারা যায়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রিপল নাইন থেকে সংবাদ পেয়ে হতাহতদের উদ্ধার করা হয়। 

Share this news