Bangla
19 hours ago

গাইবান্ধায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

Published :

Updated :

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বালতির পানিতে ডুবে আয়াত মিয়া নামের ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

শিশু আয়াত মিয়া উপজেলার রামডাকুয়া মহল্লার সাদিক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শিশু আয়াত মিয়া দুপুরে বাড়ির আঙিনায় খেলছিলেন। এসময় তার মা কাপড় ধোয়ার জন্য বালতিতে পানি ভরে রাখেন। খেলার একপর্যায়ে আঙিনায় রাখা পানি ভর্তি বালতিতে মাথা ঢুকিয়ে পানিতে পড়ে যায় শিশু আয়াত। কিছুক্ষণ পর শিশুটিকে বালতির পানিতে ভাসতে দেখেন তার মা। পরে পরিবারের লোকজন  শিশুটিকে উদ্ধার করে।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বালতিতে রাখা পানিতে পড়ে আয়াত মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বাচ্চাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখলে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।

Share this news