Published :
Updated :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট পুলিশ ফাঁড়ির পাশে গভীর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১০ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
আটককৃতরা হলেন, মৃত- সাহেব মিয়ার ছেলে মিজানুর, মৃত-সোলেমান আলীর ছেলে নুরুন্নবী, মৃত-ফেরমত আলীর ছেলে সামচুল, ফজলুল হকের ছেলে ফারুক মিয়া, হোসেন আলীর ছেলে জিয়ারুল, দুদু মিয়ার ছেলে আজিজ মিয়া, গফ্ফার মিয়ার ছেলে শাকিল মিয়া, সাইফুল মিয়ার ছেলে তৌহিদ মিয়া, দুলু মিয়ার ছেলে রনি মিয়া এবং ফজলু মিয়ার ছেলে শাহিন মিয়া।
অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১৫হাজার ৫শত ২৪ টাকা, মোবাইল ফোন ১০ টি, ও সীমিত পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
atik.mms2014@gmail.com