Published :
Updated :
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদক, দুর্নীতি, সুদ, ঘুষ, ইভটিজিং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী সচেতনতায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বেলকা ইউনিয়নের একতা বাজারে সিরাতুল মুস্তাকিম ইসলামী পাঠাগারের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বাজার প্রদক্ষিণ করে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন তালুক বেলকা বাইতুন মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শফিকুল ইসলাম শামীম, পাঠাগারের উপদেষ্টা ও সুন্দরগঞ্জ সদর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, উপদেষ্টা মাওলানা আবু ইউসুফ, ব্রাইট ড্রিম মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মমিনুল ইসলাম, পাঠাগারের সাবেক সেক্রেটারি নুর আলম সিদ্দিকী প্রমুখ।
এতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, তরুণ সমাজ ও পাঠাগারের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, ‘সমাজকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে হলে শুধু প্রশাসনের উপর নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লার সকলে মিলে সচেতনতার বলয় গড়তে হবে।
তারা আরও বলেন, ‘একতা বাজারে হাত বাড়ালেই মাদক মেলে—এ অবস্থায় তরুণরা বিপথে যাচ্ছে। কঠোর আইন প্রয়োগ ও সচেতন সমাজ গড়েই প্রতিরোধ সম্ভব।
তরুণদের খেলাধুলা, প্রশিক্ষণ ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করার ওপর জোর দেন তারা। পাশাপাশি ইমাম, শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও স্লোগানে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেন। আয়োজকরা জানান, এ কর্মসূচি সমাজে ইতিবাচক বার্তা দেবে।