Bangla
2 days ago

গাইবান্ধায় মাদ্রাসা সুপারকে লাঞ্চিত করে চাঁদা দাবি, থানায় অভিযোগ

Published :

Updated :

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী মজিদিয়া দাখিল মাদ্রাসার সুপারকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার সুপার উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মোঃ আবু রায়হান মিয়াসহ অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।
এর আগে বুধবার (৭ মে) রাতে মাদ্রাসা সুপার থানায় এই অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ মে দুপুর ১টার দিকে অফিস সহকারী রায়হান মিয়ার নেতৃত্বে ১৫-১৬ জনের একটি দল বেআইনিভাবে মাদ্রাসা চত্বরে প্রবেশ করে সুপারের কক্ষে ঢুকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সুপারের মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে হুমকি-ধমকি দেয়। পরে সুপার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশ সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযোগে অভিযুক্তদের মধ্যে আরও রয়েছেন মোফাকখারুল ইসলাম মঞ্জু, নুরুল আলম, রফিকুল ইসলাম রাজা, জিয়াউর রহমান, জয়নাল আবেদীন, মুনসুর আলী ও আইয়ুব আলী।

মাদ্রাসা সুপার বলেন, আমি ২০২০ সালের নভেম্বর মাসে সুপার হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই অভিযুক্তরা নানা সময়ে প্রকাশ্যে ও গোপনে চাঁদা দাবি করে আসছিলেন। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমার বিরুদ্ধে ভিত্তিহীন নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলে এবং একপর্যায়ে লাঞ্ছনার ঘটনা ঘটায়।”

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “মাদ্রাসা সুপারের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

atik.mms2014@gmail.com 

Share this news