গাইবান্ধায় যমুনা নদী রক্ষা প্রকল্পে ব্লক চুরি: থানায় মামলা, ৬ জন গ্রেফতার
Published :
Updated :
গাইবান্ধার সাঘাটা উপজেলার হাট ভরতখালী এলাকায় যমুনা (ব্রহ্মপুত্র) নদীর ডান তীর রক্ষা প্রকল্পের কাজে ব্যবহৃত ব্লক চুরি করে পাচারকালে স্থানীয়দের হাতে তিনটি ট্রাক্টর আটক হয়েছে। এঘটনায় তিনটি ট্রাক্টরের চালকসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতের আঁধারে পাচারের সময় স্থানীয় জনতা সন্দেহভাজন তিনটি ট্রাক্টর আটক করে।
যার প্রতিটিতে ৩৫টি করে মোট ১০৫টি ব্লক ছিল। যার সরকারি মুল্য দেড় লক্ষাধিক টাকা।
এঘটনায় সাঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুবুর রহমান বাদী হয়ে (৩ মে ) দুপুরে সাঘাটা থানায় মামলা দায়ের করেন । যার মামলা নং- ৪ ।
মামলার বাদী ও স্থানীয় ইউপি সদস্য মাহবুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরেই নদী রক্ষা প্রকল্পের ব্লক রাতের আঁধারে পাচার হচ্ছে বলে অভিযোগ শুনে আসছি। জনতার সহযোগিতায় তিনটি ট্রাক্টর হাতেনাতে ধরা সম্ভব হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কাজের ঠিকাদার এসএ টেকহাব জেভি ( বারিধারা ঢাকা)এর মো: মনিরুজ্জামান জানান, আমরা সুন্দরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের একটা কাজ করছি । এই ব্লক গুলো ওখানে নিচ্ছিলাম। সাঘাটায় ১৬৯০ ব্লক রিজেক্ট ছিল এখান থেকে ২৯০ টি ওখানে রিপিয়ারিং করার জন্য আমরা নিয়ে গেছি । এই ব্লক গুলো আমরা এখানে ফেরত দিবো।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে আদালতের পাঠানো হয়েছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: হাফিজুর রহমান জানান, আমরা এই বিষয়ে সব ধরনের আইনগত ব্যবস্থা নিচ্ছি । এই ব্লক নিয়ে যাওয়ার বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি।