Published :
Updated :
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরাইল। শুক্রবার (১০ অক্টোবর) ইসরাইলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
ইসরাইলি চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার আলোকে হামাস ও ইসরাইলের সম্মত হওয়া এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলি সেনারা দক্ষিণের রাফাহ ও খান ইউনিস এবং গাজার উত্তরাঞ্চল থেকে সরে গিয়ে ইসরাইল সীমান্তের দিকে অবস্থান নেবে।