Bangla
3 days ago

গর্জনিয়ার খুচরা ইয়াবা বিক্রেতা পুলিশের জালে আটক

Published :

Updated :

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া গ্রামে নিজ বসতবাড়িতে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলো আতাউল করিম ভুট্টো ও তার স্ত্রী রোজিনা আক্তার। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার ভুট্টোর বসতঘরে অভিযান চালিয়ে ২২৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ  মো. শাহজাহান মনির। 

তিনি জানান,  তাদের কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে সোমবার স্থানীয় লোকজন একত্রিত হয়ে খুচরা ইয়াবা ব্যবসায়ী স্বামী-স্ত্রীর অবৈধ কর্মকাণ্ডকে প্রতিরোধ করার জন্য মাঠে নামেন। কৌশলে ভুট্টোকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২২৫পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 
 
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের পরিবেশ ধ্বংস করে দিয়েছে তারা। ইয়াবা ব্যবসায়ী স্বামী স্ত্রীর অবৈধকাজে বাঁধা দিলে স্থানীয়দের মামলা হামলা থেকে শুরু করে বিভিন্ন হয়রানি করেন। সমাজের কীট এসব মাদক কারবারিদের কঠিন শাস্তি হওয়া উচিত। 

গর্জনিয়া ফাঁড়ির পুলিশ পরিদর্শক শাহজাহান মনির  আরও জানান, সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ীদের কোন ছাড় নেই। স্থানীয়দের সহায়তায় ইয়াবাসহ ভুট্টোকে আটক করা হয়েছে। তাঁর স্ত্রী রোজিনা আক্তারকেও আটক করা হবে। এর আগেও ভুট্টো ও রোজিনা ইয়াবাসহ আটক হয়ে কারাভোগ করেছে। জেল থেকে বের হয়েই পুরোনো ব্যবসা শুরু করে তারা। 

tahjibulanam18@gmail.com 

Share this news