Bangla
6 days ago

গুলশানে চাঁদাবাজির মামলায় অপুসহ আরও একজনের দায় স্বীকার

Published :

Updated :

রাজধানীর গুলশান থানার চাঁদাবাজির মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু।

বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তার জবানবন্দি গ্রহণ করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে অপুকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

মামলার আরেক আসামি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদও গত ৩ আগস্ট দায় স্বীকার করেন। একইদিন তার তিন সহযোগী—ইব্রাহিম হোসেন, সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর ২৬ জুলাই গুলশান থানায় মামলাটি করেন।

Share this news