Bangla
3 days ago

হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা

Published :

Updated :

রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ (ভাইস প্রিন্সিপাল) মোহাম্মাদ সাইফুর রহমান ভূঁইয়াকে নিজ বাসায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি কলেজটির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

সোমবার (১০ মার্চ) ভোরে রাজধানীর উত্তরার তার ভাড়া বাসায় এই হত্যার ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাইফুর রহমান ভূঁইয়ার শরীরে বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের দাগ রয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

জানা গেছে, সাইফুর রহমান ভূঁইয়া পরিবারসহ রাজধানীর শান্তিনগর এলাকায় বসবাস করতেন। তবে সম্প্রতি তিনি উত্তরখান থানার একটি ভাড়া বাসায় একাই থাকতেন।

Share this news