Bangla
2 days ago

ইরাকে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ ৬১ জন নিহত

Published :

Updated :

ইরাকের ওয়াসিত প্রদেশের কুত শহরের একটি নতুন চালু হওয়া শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ৬১ জন নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) গভীর রাতে পাঁচতলাবিশিষ্ট কর্নিশ হাইপারমার্কেটে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৪ জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। আগুন লাগার সময় ভবনের ভেতরে অনেক মানুষ আটকা পড়েন। সিভিল ডিফেন্স টিমের সদস্যরা ৪৫ জনকে জীবিত উদ্ধার করলেও এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের সূত্রপাত হয় মলের দ্বিতীয় তলায়, যেখানে সুগন্ধি ও প্রসাধনী বিক্রি হতো। দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। অধিকাংশ মানুষ দম বন্ধ হয়ে প্রাণ হারান।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় শোকাহত। একজন ৬০ বছর বয়সী বাসিন্দা আবদুল রেদা তাহাব একে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি তিন দিনের শোক ঘোষণা করেছেন। পাশাপাশি ভবন মালিক ও শপিং মল পরিচালকের বিরুদ্ধে মামলা দায়েরের কথা জানিয়েছেন। তিনি দাবি করেন, যথাযথ অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভবনটি শপিং মলে রূপান্তর করা হয়েছিল।

ঘটনাস্থল পরিদর্শন করে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, ইরাকে দুর্বল ভবন নিরাপত্তা ব্যবস্থার কারণে এর আগেও প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০২১ সালে এক হাসপাতালে এবং ২০২৩ সালে একটি বিয়ের হলে আগুন লেগে বহু মানুষের মৃত্যু হয়েছিল। এবারও বেঁচে ফেরা মানুষ ও নিহতদের স্বজনরা সুষ্ঠু তদন্ত ও জবাবদিহির দাবি জানিয়েছেন। 

Share this news