Published :
Updated :
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ বোমাবর্ষণ অব্যাহত রয়েছে।
শনিবার (২৪ মে) আলজাজিরা জানায়, সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে জাবালিয়া শরণার্থী শিবিরে, যেখানে একটি পরিবারের বাড়িতে চালানো হামলায় বহু হতাহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, “ইসরাইল যেন বেসামরিক মানুষ হত্যা নিয়ে ঠাট্টা করছে।”
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পরিস্থিতিকে “গাজার সবচেয়ে নিষ্ঠুর পর্ব” বলে আখ্যা দিয়ে জানান, গাজার উত্তরাঞ্চলে কোনো ত্রাণ পৌঁছাচ্ছে না এবং গোটা উপত্যকায় নামমাত্র সহায়তা ঢুকতে দেওয়া হচ্ছে।