Published :
Updated :
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন চালাচ্ছেন তার সমর্থকেরা।
রবিবার নগর ভবনের সামনে থেকে তারা ঘোষণা দেন, সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ‘ব্লকেড কর্মসূচি’ পালিত হবে।
সকাল ৯টা থেকে শুরু হওয়া আজকের কর্মসূচিতে তারা নগর ভবন ঘিরে স্লোগান দেন ও মিছিল করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের রায় ও গেজেট প্রকাশের পরও সরকারের একাধিক উপদেষ্টার হস্তক্ষেপে ইশরাক শপথ নিতে পারছেন না।
২৭ মার্চ আদালতের রায়ে মেয়র হিসেবে ঘোষণা পান ইশরাক; ২৭ এপ্রিল গেজেট প্রকাশ হয়। এখনও তাকে দায়িত্ব দেওয়া হয়নি।