Published :
Updated :
মঙ্গলবার ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এসময় সারা দেশে অ্যালার্ম বেজে ওঠে এবং ইসরায়েলিরা আশ্রয়ের জন্য ছুটে আসে।
রাষ্ট্রীয় টেলিভিশনের রিপোর্টাররা সরাসরি সম্প্রচারের সময় মাটিতে শুয়ে থাকে। এর আগে সামরিক বাহিনী ঘোষণা করেছিল যে ইরান থেকে যে কোনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হবে এবং এসময় জনসাধারণকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছিল।
লেবাননে হিজবুল্লাহ মিত্রদের শীর্ষ নেতৃত্বকে হত্যার পর ইরান প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।