Bangla
2 days ago

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে ৪ বিশেষ ট্রেন ঢাকায়

Published :

Updated :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকার সমাবেশে অংশ নিতে দলটি রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে চারটি বিশেষ ট্রেন ভাড়া করেছিল। এই ট্রেনগুলো চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিরাজগঞ্জ থেকে ছেড়ে এসে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, “বিশেষ চারটি ট্রেনে করে অনেক যাত্রী এসেছেন। জামায়াতে ইসলামীর আবেদনের প্রেক্ষিতে চারটি ট্রেন বরাদ্দ দেওয়া হয় এবং এগুলো যথাযথ নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী এগুলো আবার নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে। স্টেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।”

রেলওয়ে সূত্র জানায়, চারটি ট্রেন বরাদ্দ নেওয়ার জন্য জামায়াতে ইসলামী প্রাথমিকভাবে প্রায় ৩২ লাখ টাকা অগ্রিম পরিশোধ করেছে।

Share this news