Bangla
9 days ago

জাতীয় পার্টির তিন শীর্ষ নেতা দল থেকে অব্যাহতি

Published :

Updated :

জাতীয় পার্টির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারকে প্রাথমিক সদস্যসহ সব দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) দলটির দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জুন অনুষ্ঠিত জেলা ও মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক এবং সদস্য সচিবদের মতবিনিময় সভায় ওই তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয় এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়।

পরে ২৮ জুন অনুষ্ঠিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় এই তিন নেতাকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী প্রদত্ত ক্ষমতা বলে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে বলেও নিশ্চিত করা হয়।

Share this news