Bangla
2 days ago

জেট ফুয়েলের দাম বৃদ্ধি, বাড়তে পারে বিমান ভাড়া

Published :

Updated :

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন- ২০০৩ অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত ২০ জানুয়ারি এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) গত ১৮ ফেব্রুয়ারি জেট এ-১ (এভিয়েশন ফুয়েল) বিপণনে তাদের বিপণন চার্জ পুনর্নির্ধারণের প্রস্তাব কমিশনে জমা দিয়েছে। এই প্রস্তাব দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ডিউটি ফ্রি (শুল্ক ও মূসকমুক্ত) এবং অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট এ-১ এর মূল্যহার নির্ধারণের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। 

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার জেট এ-১ জ্বালানির দাম ৫.৫২ শতাংশ বাড়িয়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ০.৬৪০১ ডলার এবং অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ৪.৭৫ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ৯৮.০২ টাকা নির্ধারণ করেছে, যা দেশের বিমানবন্দরগুলোতে জুলাই মাসে কার্যকর থাকবে।

কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুনের ৫ তারিখ থেকে জুলাইয়ের ৪ তারিখ পর্যন্ত প্ল্যাটস রেটের গড়, মার্কিন ডলার বিনিময় হার, রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর এলসি নিষ্পত্তির হার, ডিজেলের দাম, ট্যাংক লরির পরিবহন খরচ ও উপকূলীয় ট্যাংকার পরিবহন ব্যয়ের পরিবর্তন বিবেচনায় নিয়ে জেট এ-১ জ্বালানির দাম বাড়ানো হয়েছে।

জ্বালানির এই দাম নির্ধারণের আগে বিইআরসি কার্যালয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়।

নতুন মূল্য সোমবার রাত ১২টা থেকে কার্যকর হবে।

এর আগে মে মাসে বিইআরসি জেট এ-১ জ্বালানির দাম ১৯.১২ শতাংশ কমিয়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ০.৬০৬৬ ডলার এবং অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ১৫.৭০ শতাংশ কমিয়ে প্রতি লিটার ৯৩.৫৭ টাকা নির্ধারণ করেছিল।

সোমবারের মূল্য বৃদ্ধি ছিল দ্বিতীয়বারের মতো, যেখানে জ্বালানির দাম নির্ধারণে বিইআরসি শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেয়।

এর আগে, জ্বালানির দাম একতরফাভাবে নির্ধারণ করত বিপিসি, যা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী করা হতো।

বিপিসি সাধারণত প্রতিবছর আনুমানিক ৬ লাখ টন জেট এ-১ জ্বালানি আমদানি করে, যা দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ কোম্পানিগুলোর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার চাহিদা পূরণে ব্যবহৃত হয়।

কিছু দেশীয় পেট্রোকেমিক্যাল কোম্পানি কনডেনসেট পরিশোধনের মাধ্যমে জেট এ-১ জ্বালানি উৎপাদন করে।

জেট এ-১ জ্বালানির দামে এ বৃদ্ধির ফলে দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ যাত্রীদের জন্য টিকিটের দাম বাড়তে পারে বলে বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

azizjst@yahoo.com 

Share this news