Bangla
5 days ago

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উপাচার্যের কার্যালয়ে তালা, অবরুদ্ধ উপাচার্য

Published :

Updated :

দীর্ঘদিন ধরে অচলাবস্থার মধ্যে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস প্রত্যাখ্যান করার পর উপাচার্য মোঃ রেজাউল করিমের কার্যালয়ে তালা ঝুলিয়ে তাকে ভেতরে আটকে রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবরে বলা হয়েছে, রোববার বিকাল ৩:৪০ টার দিকে বিক্ষোভকারীরা উপাচার্য ভবনের গেটে তালা ঝুলিয়ে বাইরে স্লোগান দিতে থাকেন।

এর আগে, রেজাউল হুঁশিয়ারি দিয়েছিলেন যে জকসু নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি তিনি কোনও বাধার সম্মুখীন হন, তাহলে তিনি "সবকিছু প্রকাশ্যে" আনবেন।

বিকাল দেড়টায় উপাচার্য শিক্ষার্থীদের বলেন, জকসু বিধিমালা চূড়ান্ত করার জন্য মঙ্গলবার সিন্ডিকেট বৈঠক করবে। পাস হওয়ার পর, নিয়মগুলি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হবে, তারপর রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার আগে শিক্ষা ও আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আইনটি কার্যকর হওয়ার পর, ৯০ দিনের মধ্যে জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। 

কিন্তু শিক্ষার্থীরা এই অঙ্গীকারকে "অপর্যাপ্ত" বলে প্রত্যাখ্যান করে। দুপুরে প্রশাসনিক ভবনে যাওয়ার আগে তারা সকালে শহীদ মিনারে দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে। 

Share this news