Bangla
2 days ago

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

Published :

Updated :

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ট্রাকের ধাক্কায় জিসান (১৭) নামের একটি মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বেলা ১২ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান বড়দাহ গ্রামের মান্নান হোসেনের ছেলে এবং গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। সে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয়দের ভাষ্যমতে, বেলা ১২ টায় জিসান বিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে, বড়দাহ মাদ্রাসা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ পরে তার লাশ উদ্ধার করে।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক ট্রাক আটক করা সম্ভব হয়নি।

Share this news