Bangla
a day ago

জনতা ব্যাংকের খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

Published :

Updated :

জনতা ব্যাংক পিএলসি’র খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা, খবর প্রেসবিজ্ঞপ্তি। 

খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে খুলনা বিভাগের এরিয়া প্রধান গণ ও শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান ব্যাংকের বর্তমান সংকট উত্তরণের রোড ম্যাপ প্রণয়নসহ লক্ষ্য মাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

Share this news