জনতা ব্যাংকের কুমিল্লা ও নোয়াখালী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
Published :
Updated :
জনতা ব্যাংক পিএলসির কুমিল্লা ও নোয়াখালী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন’২৫, বৃহস্পতিবার (৮ মে) কোটবাড়ীতে অবস্থিত ব্যুরো অব বাংলাদেশ, কুমিল্লার ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।
এ প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজ লুর রহমান, খবর প্রেসবিজ্ঞপ্তি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়েজ আলম ও মোঃ নজরুল ইসলাম সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনের ১ম পর্ব সভাপতিত্ব করেন নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের জিএম ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম এবং ২য় পর্ব সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের জিএমইন চার্জ মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব।
সম্মেলনে কুমিল্লা ও নোয়াখালী বিভাগের এরিয়া প্রধানগণ ও অন্যান্য নির্বাহীবৃন্দ এবং শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।