Published :
Updated :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে শাওন মুফতিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
সোমবার (৩০ জুন) মমতাজ বেগমকে কারাগার থেকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একইসঙ্গে ধানমণ্ডি থানার কিশোর শামীম হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং যাত্রাবাড়ী থানার মাইনুদ্দিন হত্যা মামলায় নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকেও গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে।
মামলার অভিযোগে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর কোতয়ালী থানার তাঁতীবাজার মোড়ে আন্দোলনে অংশ নেন ২৩ বছর বয়সী শাওন মুফতি। রাত সাড়ে ১১টার দিকে তিনি গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের মা মাকসুদা বেগম গত ২৮ মে কোতয়ালী থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা করেন।