'জুলাই ঘোষণাপত্র' প্রদান অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিলেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ
Published :
Updated :
'জুলাই ঘোষণাপত্র' প্রদান অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সকল সমন্বয়ক ও সহ-সমন্বয়ককে দাওয়াত না দেওয়ার অভিযোগ তুলে তিনি এই বর্জনের ঘোষণা দেন।
মঙ্গলবার (৫ আগস্ট) নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
তিনি লিখেছেন, "জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম। শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি ১৫৮ জন সমন্বয়ক, সহ-সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি, হয়তো কতগুলা আসন বসাবে কিন্তু ১৫৮ জনের জন্যে জায়গা হবে না।"
তিনি আরও বলেন, "জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কিনা! যাদের সাহসীকতায় আর নেতৃত্বে এই অভ্যুত্থান আর এই সরকার, বছর না পেরোতেই তারা মূল্যহীন। আমার সহযোদ্ধা, যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে—তারা এবং সকল শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে, আমি আব্দুল হান্নান মাসউদ ব্যক্তিগতভাবে আগামীকালকের জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি।"