Bangla
2 days ago

জুলাই ঘোষণাপত্রে হতাশা প্রকাশ জামায়াতে ইসলামীর

Published :

Updated :

‘জুলাই ঘোষণাপত্রে’ জুলাই বিপ্লবের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি— এমন হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় ঘোষণাপত্র পাঠ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ঘোষণাপত্রে সংবিধানে অন্তর্ভুক্তির কথা বলা হলেও তা স্পষ্ট নয়। আমরা চাইছিলাম ঘোষণাপত্রটি সংবিধানের প্রিয়াম্বেলে স্থান পাক— সেটা হয়নি। আবার কবে থেকে এটি বাস্তবায়ন হবে, সে বিষয়েও কোনো নির্দিষ্ট নির্দেশনা নেই।”

তিনি আরও বলেন, “শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের বিষয়ে কোনো স্পষ্ট দিকনির্দেশনা নেই। মুক্তিযোদ্ধাদের মতো সম্মাননা ও আজীবন ভাতা প্রস্তাব করেছিলাম আমরা, কিন্তু সে বিষয়ে কিছুই বলা হয়নি। এটি যেন শুধু একটি সাহিত্যিক রচনা হয়েই রইল। ফলে আমরা হতাশ, পুরো জাতি হতাশ।”

এর আগে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। 

Share this news